![](https://dailykhojkhabor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বেসরকারি সংগঠন গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টার আজ রোববার সন্ধ্যায় নিজস্ব মিলনায়তনে আইনি সহায়তায় প্রবেশাধিকার বৃদ্ধি: প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন শীর্ষক আইনগত সহায়তা বিষয়ক কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা।
বক্তব্য দেন, জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক মোঃ আল মামুন, জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল, গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. আবদুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মাসুমা খানম, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ, ফ্রেন্ডশিপের জেনারেল ম্যানেজার রকিবুজ্জামান মন্ডল ও কর্মকর্তা রোমান ফেরদৌস প্রমুখ।
কর্মশালায় বিচারক জনপ্রতিনিধি আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে এখনও অনেক মানুষ আছেন, যারা টাকার অভাবে আইনের সহায়তা নিতে পারেন না। কিন্তু সরকারি খরচে অসহায় মানুষকে আইনি সহায়তা দেওয়া হয়ে থাকে। এ তথ্যটি গ্রামাঞ্চলের মানুষ জানেন না।
এ নিয়ে গ্রামাঞ্চলে ব্যাপক প্রচারণা চালাতে হবে। বক্তারা সমাজে অপরাধ কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে গঠিত আইন সহায়তা কমিটিকে শক্তিশালী করতে হবে।