
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের তালিকাভুক্ত ৩৫জন উপকারভোগী পরিবারের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ- তাড়াশ ও সলংগা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে তাড়াশ অডিটোরিয়াম থেকে ৩৫জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন এডিসি জেনারেল শিক্ষা মোঃ আবু রায়হান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস মোছাঃ মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক মাসুদ, মোঃ খলিলুর রহমান প্রমূখ।
মোট ৩৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের মধ্যে দিয়ে তাড়াশ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো।