শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

জুয়া খেলতে সন্তান বিক্রি, বাবা ও ক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক / ১৮২ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ৮:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রাধিয়া আক্তার নামে ১৪ দিনের এক নবজাতককে ৭০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির বাবা ফারুক ভুইয়া ও শিশুটির ক্রেতা জাকিয়া আক্তার নামে ২ জনকে আটক করেছে পুলিশ। কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের রামদী গ্রামে এই ঘটনা ঘটে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করে ফারুক ভুইয়া জানান, জুয়া খেলার টাকা জোগাতে সন্তানকে বিক্রি করেছিলেন তিনি।

শিশুটির মা রিনা খাতুন (৩৫) বলেন, আমার স্বামীর বাড়ি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বালিরা গ্রামে। রামদী গ্রামে আমার বাবার বাড়িতে ১৪ দিন আগে রাধিয়ার জন্ম হয়। পরে গত সোমবার সকাল ১১টার দিকে রাধিয়াকে ডাক্তার দেখানোর জন্য আমি হাসপাতালে নিয়ে যেতে চাইলে স্বামী ফারুক আমাকে যেতে নিষেধে করেন এবং তিনি একাই রাধিয়াকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যান। দুপুর সাড়ে ১২টার সময় রাধিয়ার বাবা আমার ভাই শফিককে মোবাইল ফোনে জানান  রাধিয়াকে এক মহিলার কোলে রেখে প্রস্রাব করতে গেলে ওই মহিলা রাধিয়াকে নিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, এই সংবাদ শুনে আমি আমার মা ও ভাইকে নিয়ে হাসপাতালে আসি। হাসপাতালে আমার স্বামী ও রাধিয়ার কোন খোঁজ না পেয়ে ফারুকের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাই। পরে আমরা ফারুকের বাড়ি বালিরা গ্রামে গিয়েও তাদের কোনো সন্ধান না পেয়ে থানায় এসে পুলিশের সহযোগীতা চাই। এরপর পুলিশ অভিযান চালিয়ে রাধিয়ার বাবাকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্যানুযায়ী মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের সুমন ভূইয়ার বাড়ি থেকে রাধিয়াকে উদ্ধার ও সুমনের স্ত্রী জাকিয়াকে আটক করে পুলিশ।

রিনা খাতুন আরও জানান, রাধিয়াসহ তার ১ ছেলে ও ২ মেয়ে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বেশ কিছুদিন যাবত তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। আটক জাকিয়া আক্তার জানান, তার নিঃসন্তান বোনের জন্য ৭০ হাজার টাকায় তিনি রাধিয়াকে ক্রয় করেছিলেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকের পর ফারুক ভুইয়া পুলিশকে জানান ৭০ হাজার টাকায় রাধিয়াকে বেতাল গ্রামের জাকিয়া আক্তারের কাছে বিক্রি করে দেন তিনি। পরে বেতলা গ্রাম থেকে জাকিয়া আক্তারকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর