ঈদের বাকি আর মাত্র চারদিন। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রাম ছাড়ছেন অনেকেই। সোমবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রামের ঈদযাত্রা। যথারীতি সকাল ৭টায় ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায়।
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পরিবারকে এগিয়ে দিতে চট্টগ্রাম রেলস্টেশনের এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি যাবো আরো পরে। রেলের টিকিটিং ব্যবস্থা ভালো লেগেছে। এবার নিরাপদে বাড়ি পৌঁছাতে পারলেই আমরা খুশি।
চট্টগ্রাম ছাড়ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশফাকুর রহমান। তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেই বাড়ি চলে যাচ্ছি। অনলাইনে টিকিট কাটতে পেরে আমাদের ভোগান্তিতে পড়তে হয়নি। ঘরে বসেই অগ্রিম টিকিট করতে পেরেছি।
চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার জাফর আলম বলেন, সোমবার সকাল থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি এড়াতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়েছে।
ঈদ উপলক্ষে ১৭ থেকে ৩০ এপ্রিলের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শনিবার (১৫ এপ্রিল)। এদিন বিক্রি করা হয় ২৫ এপ্রিলের যাত্রার টিকিট। একইভাবে রোববার (১৬ এপ্রিল) বিক্রি হয় ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।
ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে চট্টগ্রাম থেকে চলছে তিন জোড়া ঈদ স্পেশাল ট্রেন। ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪ এবং চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল-৭ ও ৮।
আন্তঃনগর অনলাইনে বিক্রি হলেও মেইল ট্রেন ও স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে কাউন্টারে। এছাড়া ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।
চট্টগ্রাম-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের সংখ্যা ছয়টি। ট্রেনগুলো হলো- সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর গৌধূলী ও তূর্ণা নিশীথা এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রাম থেকে রয়েছে সিলেট রুটের দুটি আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস, চাঁদপুর রুটের আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস এবং ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস।
চট্টগ্রাম থেকে এসব রুটে রয়েছে আরো চারটি মেইল ট্রেন। ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-ঢাকা রুটের ঢাকা মেইল, একই রুটের কর্ণফুলী এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ময়মনসিংহ এক্সপ্রেস।