শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গার নাম মনোনীত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বাঙ্গার নাম প্রস্তাব করেছে। সব ঠিক থাকলে বাঙ্গাই হবেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট। অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হলে এই প্রথম কোনো মার্কিন ভারতীয় এই পদে কাজ করবেন।

বুধবার (২৯ মার্চ) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে অজয় বাঙ্গার প্রতিদ্বন্দ্বী হিসেবে কারও মনোনয়ন দাখিল হয়নি।

এ বিষয়ে বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে পাবলিক-প্রাইভেট রিসোর্স সমস্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৬৩ বছরের বাঙ্গা। সেকারণেই তার নাম প্রস্তাব করা হয়েছে। এর আগে বাইডেন প্রশাসন চেয়েছিল কোনো নারীকে এই পদে নিয়ে আসতে। কিন্তু শেষ পর্যন্ত বাঙ্গার নাম প্রস্তাব করা হয়। বর্তমানে জেনারেল ইকুইটি নামে এক মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার অজয় বাঙ্গার নিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক নতুন পদক্ষেপ ঘোষণা করবে। তবে মে মাসের শুরুতে বিষয়টি নিশ্চিত করবে বিশ্বব্যাংক।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন কংগ্রেস সদস্যদের উদ্দেশে বলেন, তিনি আশা করছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অজয় বাঙ্গা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করবেন, যেমন জলবায়ু পরিবর্তন, মহামারি, দ্বন্দ্ব-সংঘাত ও ভঙ্গুরতা।

৬৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা ইতিমধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সমর্থন পেয়েছেন। তাতে তাঁর নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত। যেসব দেশের সমর্থন তিনি পেয়েছেন, সেগুলো হলো বাংলাদেশ, ব্রিটেন, কলম্বিয়া, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।

বিশ্বব্যাংক, মূলত ১৮৭টি দেশের একটি জোট যা দারিদ্র্য হ্রাসে সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে অর্থ ঋণ দেয়। বৃহত্তম শেয়ারহোল্ডার হিসাবে, যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে সংস্থাটির প্রেসিডেন্ট নিয়োগ করে।

গত সপ্তাহে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেভিড মালপাস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তিনি নিযুক্ত হয়েছিলেন। সাধারণত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। কিন্তু এক বছর আগেই মালপাস কাজ থেকে অব্যাহতি নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Zannatul Ferdoush Jewel

Online News Portal

গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন

ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন

Update Time : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গার নাম মনোনীত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বাঙ্গার নাম প্রস্তাব করেছে। সব ঠিক থাকলে বাঙ্গাই হবেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট। অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হলে এই প্রথম কোনো মার্কিন ভারতীয় এই পদে কাজ করবেন।

বুধবার (২৯ মার্চ) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে অজয় বাঙ্গার প্রতিদ্বন্দ্বী হিসেবে কারও মনোনয়ন দাখিল হয়নি।

এ বিষয়ে বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে পাবলিক-প্রাইভেট রিসোর্স সমস্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৬৩ বছরের বাঙ্গা। সেকারণেই তার নাম প্রস্তাব করা হয়েছে। এর আগে বাইডেন প্রশাসন চেয়েছিল কোনো নারীকে এই পদে নিয়ে আসতে। কিন্তু শেষ পর্যন্ত বাঙ্গার নাম প্রস্তাব করা হয়। বর্তমানে জেনারেল ইকুইটি নামে এক মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার অজয় বাঙ্গার নিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক নতুন পদক্ষেপ ঘোষণা করবে। তবে মে মাসের শুরুতে বিষয়টি নিশ্চিত করবে বিশ্বব্যাংক।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন কংগ্রেস সদস্যদের উদ্দেশে বলেন, তিনি আশা করছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অজয় বাঙ্গা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করবেন, যেমন জলবায়ু পরিবর্তন, মহামারি, দ্বন্দ্ব-সংঘাত ও ভঙ্গুরতা।

৬৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা ইতিমধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সমর্থন পেয়েছেন। তাতে তাঁর নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত। যেসব দেশের সমর্থন তিনি পেয়েছেন, সেগুলো হলো বাংলাদেশ, ব্রিটেন, কলম্বিয়া, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।

বিশ্বব্যাংক, মূলত ১৮৭টি দেশের একটি জোট যা দারিদ্র্য হ্রাসে সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে অর্থ ঋণ দেয়। বৃহত্তম শেয়ারহোল্ডার হিসাবে, যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে সংস্থাটির প্রেসিডেন্ট নিয়োগ করে।

গত সপ্তাহে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেভিড মালপাস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তিনি নিযুক্ত হয়েছিলেন। সাধারণত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। কিন্তু এক বছর আগেই মালপাস কাজ থেকে অব্যাহতি নিচ্ছেন।