গাইবান্ধা জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং কমিউনিটি ক্লিনিক সমূহের প্রয়োজনীয় ডাক্তার, নার্স নিয়োগসহ পর্যাপ্ত পরিমাণ ঔষুধ সরবরাহ, সেবার মান উন্নয়নসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও স্বরলিপি প্রদান করা হয়েছে । মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান কর্মসূচি পালিত হয় ।
আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের জেলা সদস্য সচিব প্রণব চৌধুরী খোকন, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের সায়েদ চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের জেলা কমিটির সদস্য অধ্যাপক রোকেয়া খাতুন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক আন্দোলনের জেলা নেতা জুয়েল মিয়া প্রমুখ।
বক্তারা, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সেবার মান উন্নয়ন, স্বাস্থ্যসম্মত টয়লেট, বাথরুম, বিছানা, ওয়ার্ডের মেঝে নিশ্চিতকরণ। অপারেশন কার্যক্রম এক্সরে ই সি জি সহ সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা সর্বক্ষণ চালু রাখার দাবি করেন। হাসপাতাল গুলোতে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা দূর করে সর্বোত্তম সেবার মান নিশ্চিতকরণের দাবি করেন। মানববন্ধন শেষে সিভিল সার্জন এর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।