গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে চালক নিহত হয়েছে৷ রোববার দিবাগত রাত ১২টার দিকে গাইবান্ধা নাকাইহাট সড়কের জুগিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আল আমিনের বাড়ি গাজিপুর কাপাশিয়া উপজেলার দস্যু নারায়নপুর গ্রামে ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চিনি বোঝাই ট্রাকাটি গাইবান্ধার ব্যবসায়ী নিতাই বাবুর দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। গোবিন্দগঞ্জ-নাকাইহাট-গাইবান্ধা সড়কের রামচন্দ্রপুর ইউনিয়নের জুগিপাড়ায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় ৷ তবে ট্রাকে থাকা সহকারী মাহাবুর রহমানকে আহতাবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুদুর রহমান জানান, নিহত ট্রাক ড্রাইভার আল আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৷ ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।