গাইবান্ধা জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে জেলা পরিষদ চত্বরে গাইবান্ধা জেলা পরিষদ জামে মজিসদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক। পরে তিনি মসজিদের ভিত্তির মাটি কেটে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাঃ আব্দুর রউফ তালুকদার, প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, অফিসের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, মসজিদের ইমাম ও মুসল্লিরা। মোনাজাত পরিচলানা করেন মসজিদের ইমাম হাসান মিয়া।
এই সময় জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ এবং অনেক মুসল্লি এতোদিন পরিষদের একটি কক্ষে নামাজ আদায় করতো। কিন্তু সেখানে জায়গা সংকুলান না হওয়ায় জেলা পরিষদ ভবনের উত্তর পাশে ফাঁকা জায়গায় দ্বিতল নতুন মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়। তারই অংশ হিসেবে আজকে রজমান মাসের প্রথম দিনে জুম্মার নামাজের পর আমরা এই মসজিদ নির্মাণ কাজ শুরু করলাম।
উল্লেখ, দ্বিতল এই মসজিদটির দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থে ৩৫ ফুট হবে। এছাড়া ইমাম ও মোয়াজ্জেমের বিশ্রাম কক্ষসহ অযুখানা নির্মাণ করা হবে।