
গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রউফ তালুকদার। সকালে ইসলামিক ফাউন্ডেশন অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মিরাজুল ইসলামের সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ’র সহকারী পরিচালক মো: রবিউল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, মাওলানা গোলাম মোর্শেদ, মো: কামরুজ্জামান, মাওলানা মো: রুহুল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।