
একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, শাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম এবং জয়িতা টাওয়ার নির্মাণের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে জয়িতা টাওয়ার নির্মাণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন, জয়িতার পণ্যের গুনগতমান বৃদ্ধি, ক্রেতাগণের সাথে ভালো আচরণ, বিক্রয় প্রতিনিধিদের উন্নতমানের প্রশিক্ষণ এবং জয়িতার ব্র্যান্ড সম্পর্কে দেশব্যাপী প্রচার প্রচারণা বাড়ানোর জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে একটি তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য কানিজ ফাতেমা আহমেদ’কে আহবায়ক এবং মোঃ আব্দুল আজিজ ও শাহাদারা মান্নান ’ কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটি পরবর্তী সভায় একটি প্রবিবেদন পেশ করার জন্য কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, জয়িতা টাওয়ারের নির্বাহী প্রকৌশলীসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।