জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আজ সোমবার গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা শীর্ষক এক আলোচনা সভা স্থানীয় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল ইসলাম, এটিএম সারোয়ার আলম, রাবিয়া বেগম, সেলিম আহমেদ, মিজানুর রহমান, এরশাত নিতু প্রমুখ।
প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মজবুত করতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার ও অনলাইনের শিক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। তারা আরও বলেন, আইসিটি বিষয়ে শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নতুন বই এবং পিছেপড়া শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা সহজকরণের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর পথ ধরেই তার সুযোগ্য কন্যা এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ পরিণত হবে।
এ উপলক্ষে জেলার সাত উপজেলার ৭টি স্টলে শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়।