
গাইবান্ধার ফুলছড়িতে পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গাইবান্ধা-৫(ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
আজ দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অডিটোরিযামে উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার মিয়া, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।