
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী জ্যোতিশ চন্দ্র সরকার (৫৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে।
গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে সাদুল্লাপুর উপজেলা সদর বাজার থেকে ঔষুধ ক্রয় করে বাড়ি ফেরা পথে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন।
নিখোঁজ জ্যোতিশ চন্দ্র সরকার সাদুল্লাপুর উপজেলা সদর বাজারের পশুখাদ্য ব্যবসায়ী ও উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের মৃত. গঙ্গা ধর সরকারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, জ্যোতিশ চন্দ্র সরকার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রোববার রাত পৌনে ১২ টার দিকে সাদুল্লাপুর বাজারের চৌমাথা থেকে ঔষুধ কিনে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সোমবার ভোর পর্যন্ত জ্যোতিষ চন্দ্র বাড়ি ফিরে আসায় তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাঁখুজি শুরু করেন। আজ সোমবার সকাল ৬ টার দিকে বাড়ির অদুরে স্থানীয় সেরাজুল মিয়ার মিল-চাতালের পশ্চিম পার্শ্বে কাঁচা সড়কের ধারে তার ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও পায়ের স্যান্ডেল দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ওই এলকার আশেপাশের পুকুর, জলাশয় ও ঝোপঝাড়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ জ্যোতিশ চন্দ্র সরকারের ভাতিজা ঔষুধ ব্যবসায়ী কাঞ্চন চন্দ্র সরকার জানান, এর আগে প্রায় দেড় মাস আগে ওই একই স্থানে অজ্ঞাত দূবৃত্তরা তারও পথরোধ করছিল।
সাদুল্লাপুর উপজেলা বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম জানান, হটাৎ করে ব্যবসায়ি জ্যোতিশ চন্দ্র সরকার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে।
এ প্রসঙ্গে সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত কবীর জানান, এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর বড় ভাই চন্দ্র কিশোর সরকার বাদি হয়ে সোমবার বিকালে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ ও ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় থাকা তার ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং স্যান্ডেল থানায় নিয়ে এসেছে। এবং তার সন্ধানে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।