রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

গোবিন্দগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ি আটক

নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১০:০৭ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার বিকালে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও জাকারিয়া আলম সরকার নামে দুই ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জাহিদুল ইসলামের বাড়ি গোবিন্দগঞ্জ পৌরসভার চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামে ও জাকারিয়া আলম সরকারের বাড়ি পৌরসভার ঝিলপড়া এলাকায়। জাহিদুলের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জাকারিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক কারবারি কয়েকটি মামলাও রয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক মামুনুর রশিদ বলেন, আটক হওয়া দুই মাদক ব্যাবসায়িকে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারের চেষ্টা চলছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মাঝখানে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে নতুন করে আবার মাদক ব্যবসা শুরু করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা পর সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর