গাইবান্ধা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভা আজ শনিবার প্রেসক্লাব ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক। সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন।
সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি দীপক কুমার পাল, সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য খায়রুল ইসলাম, সাধারণ সদস্য আবু কায়সার শিপলু।
সভায় আগামী ২৪ জানুয়ারী প্রেসক্লাবের বার্ষিক প্রীতি সম্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আরও গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়ালের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিন্দা জানানো হয়।