শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

গাইবান্ধার তুলশিঘাটে বাস চাপায় নানি-নাতনি নিহত

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৮:৪৬ পূর্বাহ্ন

গাইবান্ধার সদর উপজেলার তুলসিঘাট এলাকায় ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন।সকালে নাতনিকে সঙ্গে নিয়ে ঘন কুয়াশার মধ্যে তুলসিঘাটে আসেন তিনি। একপর্যায়ে ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তার একপাশ থেকে অপরপার্শে যাচ্ছিল নাতনি টিয়া। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আল রিয়াদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। বাসটি টিয়ার কাছাকাছি পৌঁছালে তাঁকে রক্ষা করতে নানি সাবিনা দৌড়ে টিয়াকে সরিয়ে নিতে যান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। নানি আর নাতনি দু’জনকেই চাপা দিয়ে ঘাতক আল রিয়াদ পরিবহনের বাসটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তাদের মরদেহ (সকাল সাড়ে ১০টা পর্যন্ত) পরিবারের লোকজন নিয়ে গেছে। তাদের মরদেহ বৌলেরপাড়া গ্রামে পৌছিলে শতশত মানুষ একনজর দেখার জন্য ভির জমায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদার রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক বাসটি সনাক্ত করে আটক করার চেষ্ট চলছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর