
‘বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে আওয়ামী লীগ জড়িয়ে আছে’ মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ১৯৭৫ এবং ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ১৪ বছর বাংলাদেশের সমস্ত উন্নয়ন ও অর্জনের সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগ সরকারের অবদান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষকে খালি পায়ে পাওয়া যায়না, কুড়ে ঘরে দেখা যায়না, বাসি ভাত পাওয়া যায়না, জোড়াতালি দেওয়া লঙ্গিও পাওয়া যায়না। ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয় এখন বাস্তব। গ্রাম হয়েছে শহর। সেই উন্নয়নের দেশে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ, বোমা হামলা, বাংলাভাই, সন্ত্রাস নৈরাজ্য আর চলতে দেওয়া হবেনা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ। এর আগে সকাল ১০টার দিকে পায়রা অবমুক্ত করা হয়।