![](https://dailykhojkhabor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী আকাশ (২০) নিহত ও শরীফ শেখ (২২) আহত হয়েছেন । তারা নৌকাবাইচ দেখতে যাচ্ছিলেন। আজ শুক্রবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মজুরদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোঃ আকাশ শহরের হারুকান্দি গ্রামের বাসিন্দা ও আহত শরীফ শেখ শহরের আলিপুরে আলিমুজ্জামান ব্রীজের নিকট একটি গ্যারেজে কাজ করতো। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনাস্থলে একজনের মৃত্যু নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বোয়ালমারী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী বিলাশ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। আহত শরীফ শেখকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলে করে দুজন মাগুরার মোহাম্মদপুরে শেখ হাসিনা সেতু এলাকায় মধুমতি নদীতে নৌকাবাইচ দেখতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।