দিনাজপুরের হিলিতে ধানের জমি থেকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় দুইটি মর্টার শেল উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর থেকে মর্টার শেল দুটি উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, মহেশপুর গ্রামের ইউসুফ আলী তান নিজের জমিতে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছিলেন। এসময় মাটিতে কোদালের কোপ দিলে লোহার শব্দ পেয়ে মাটি সরাতে থাকেন। একপর্যায়ে তিনি ২টি মর্টার শেল উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেন। পরে পুলিশ পরিত্যক্ত মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধারনা করা হচ্ছে মর্টার শেল দুটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে। মর্টারশেল ২টির ওজন ২৪ কেজি।