
স্ত্রীকে হত্যার দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের সুমন হাওলাদারকে (৩৮) যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কেএম শহীদ আহমেদ আজ সোমবার দুপুরে এই রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) শাহীন গুলশান নাহার মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, এগার বছর আগে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের টিপু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সঙ্গে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা গ্রামের শামসুল আলমের মেয়ে রোজিনা আকতারের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সুমন হাওলাদার যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমন হাওলাদার স্ত্রীকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।
রোজিনার বিধবা মা রেজিয়া বেওয়া কিছু টাকা দিলেও পরবর্তীতে আরও দুইলাখ টাকার জন্য চাপ দিতে থাকে। শশুরবাড়ির লোকজনও সুমনকে ইন্ধন দেয়। এর জেরে ২০১৭ সালের ২৮ নভেম্বর সুমনসহ অন্যরা তাকে মারপিটে হত্যা করে লাশ পার্শ্ববর্তী নয়নসুখ খালে ফেলে রেখে আসে। এ ঘটনায় সুমন হাওলাদারসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ একমাত্র সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানীর পর সোমবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। আসামি পক্ষে আইনজীবি আবু আলা সিদ্দিকুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।