রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৪৫ বার পঠিত
প্রকাশের সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৬:০৮ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন উর রশিদ ও  অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারিদের দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২ টায় পুরাতন উপজেলার চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক পরিবার সাবেক সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি রাশেদুল আকতার জ্যেতি, সহকারী শিক্ষক রেজাউল আলম, সহকারী শিক্ষক ও ভুক্তভোগী আতাউর রহমান, মাসুদা বেগম, রহিমা বেগম প্রমুখ।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন বক্তারা বলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুর উর রশিদ তার অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারিরা যোগসাজস করে ৭ জন শিক্ষকদের জিপিএফ জমাকৃত টাকা ৯ লক্ষ ১৯ হাজার টাকা জালিয়াতি করে উত্তোলন করে আত্মসাত করে। এরমধ্যে সহকারী শিক্ষক স্বপ্না রানী রায়ের জমাকৃত টাকা থেকে জিপিএফ একাউন্ট নম্বর থেকে ২ লক্ষ ৬৪ হাজার টাকা, রহিমা বেগমের ২ লক্ষ ৫৯ হাজার, আতাউর রহমানের ৭০ হাজার, শামছুন্নাহার বেগমের ৭০ হাজার, মাসুদা বেগমের ১ লক্ষ, হাজেরা বেগমের ৬৬ হাজার, আনিছুর রহমানের ৯০ হাজার টাকা।

বক্তারা শিক্ষকদের ৯ লক্ষ ১৯ হাজার টাকা জালিয়াতি করে আত্মসাত করায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ এর নিকট স্মারক লিপি প্রদান করেন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর