গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন উর রশিদ ও অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারিদের দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টায় পুরাতন উপজেলার চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষক পরিবার সাবেক সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি রাশেদুল আকতার জ্যেতি, সহকারী শিক্ষক রেজাউল আলম, সহকারী শিক্ষক ও ভুক্তভোগী আতাউর রহমান, মাসুদা বেগম, রহিমা বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন বক্তারা বলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুর উর রশিদ তার অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারিরা যোগসাজস করে ৭ জন শিক্ষকদের জিপিএফ জমাকৃত টাকা ৯ লক্ষ ১৯ হাজার টাকা জালিয়াতি করে উত্তোলন করে আত্মসাত করে। এরমধ্যে সহকারী শিক্ষক স্বপ্না রানী রায়ের জমাকৃত টাকা থেকে জিপিএফ একাউন্ট নম্বর থেকে ২ লক্ষ ৬৪ হাজার টাকা, রহিমা বেগমের ২ লক্ষ ৫৯ হাজার, আতাউর রহমানের ৭০ হাজার, শামছুন্নাহার বেগমের ৭০ হাজার, মাসুদা বেগমের ১ লক্ষ, হাজেরা বেগমের ৬৬ হাজার, আনিছুর রহমানের ৯০ হাজার টাকা।
বক্তারা শিক্ষকদের ৯ লক্ষ ১৯ হাজার টাকা জালিয়াতি করে আত্মসাত করায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ এর নিকট স্মারক লিপি প্রদান করেন।