গোয়ালন্দ প্রতিনিধি: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় রজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আজ শনিবার বেলা দুপুর ১২ টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের ব্যানারে এ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয় এবং জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগন’কে মিষ্টিমুখ করানো হয়।
আনন্দ শোভাযাত্রাটি গোয়ালন্দ বাসষ্টন্ড থেকে শুরু করে বাজার রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম মন্ডল এর সার্বিক ব্যবস্থাপনায় গোয়ালন্দ বাসষ্টন্ডে বড় পর্দায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্টান সরাসরি দেখানো হয়।
আনন্দ শোভাযাত্রায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, পৌরসভার মহিলা প্যানেল মেয়র সাহেদা আক্তারসহ পুলিশ প্রশাসন, আনছার, গ্রাম পুলিশ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।