স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বৈদ্যুতিক পাখা বিতরণ করেছে জেলা পরিষদ। জেলার সাতটি উপজেলার ৮২টি ইউনিয়নের এক হাজার ৬৬ জন জনপ্রতিনিধির প্রত্যেককে একটি করে পাখা দেওয়া হয়।
বুধবার বিকেলে নিজস্ব মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক আতাউর রহমান সরকার আতা। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে প্রশাসক আতাউর রহমান বলেন, জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রদানের জন্য এসব পাখা বিতরণ করা হয়।