শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

যমুনা গর্ভে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন

নিজস্ব প্রতিবেদক / ৮০ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ২ জুলাই, ২০২২, ১২:৫৬ অপরাহ্ন

ফুলছড়ি প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কাউয়াবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দ্বিতল ভবন যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফজলুপুর চরে এ ঘটনা ঘটে।  শনিবার (২ জুলাই) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের জমিদাতা সদস্য আমিনুর রহমান জানান, আজ শনিবার বিকেলে ভবনটি দেখতে গিয়ে ভাঙনের ছবি ও ভিডিও করি। চোখের সামনে ভবনটি নদী গর্ভে চলে গেল।

তিনি আরও জানান, বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমিই চলে গেছে নদীর বুকে। বর্তমানে বিদ্যালয়ে পাঠদানের কোনো ভবন নেই। তবে পাশেই নিজের আরেকটি জমিতে বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হবে।

প্রধান শিক্ষক মাসুম মিয়া জানান, ১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৯ সালে ৩৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মিত হয়। এরপর থেকে এ ভবনে পাঠদান চলছিল। কয়েকদিন আগেও নদী থেকে ১৫০ মিটার দূরে ছিল ভবনটি। সম্প্রতি ভবনটি নিলামের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে শুক্রবার (১ জুলাই) হঠাৎ বিদ্যালয়ের ভবনটি নদীতে বিলীন হয়ে যায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, এ খবরটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অতি দ্রুত জায়গা নির্ধারণ করে নতুন করে বিদ্যালয় স্থাপনের কাজ শুরু করা হবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর