মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ গজারিয়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরনী অনুষ্ঠানে মানছেনা কেউ স্বাস্থ্যবিধি বালাই। দেখা গেছে সেবাগ্রহীতাদের উপচে পড়া মানুষের ভিড়। শনিবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম, যমুনা ব্যাংক লিমিটেড এর পরিচালক, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজা আক্তার আখী, বীর মুক্তিযুদ্ধা তানেছ আহমেদ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্যসেবায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন, চক্ষু চিকিৎসা সহ নানাবিধ চিকিৎসার রুগীদের সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন। কিন্তু কোন নিয়ম কানুন বা শৃঙ্খলা না মেনে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে সেবা নিতে দেখা গেছে। বিক্ষিপ্ত হযবরল অবস্থায় চলছে এসব সেবা। জনসাধারণের দাবি র্কর্তৃপক্ষের উদাসীনতায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ঘোষণা সহ ২ হাজার মানুষদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যমুনা ব্যাংকের এই আয়োজন।