বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করার সময় এক যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত ঐ যুবকে। সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার সময় বরগুনা পৌর শহরের আদর্শ স্কুলের সামনে রাস্তায় দিয়ে যাওয়ার সময় স্কুল পড়ুয়া দুই কিশোরীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হলে সোহাগ নামের ওই ইভটিজারকে আটক করে রাখে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট(ভূমি) নিজামুদ্দিন ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত সোহাগকে ৩৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। অভিযুক্ত সোহাগ পৌর শহরের উকিল পট্টি এলাকার আঃ রশিদের ছেলে।