বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলছড়িতে এনজিও কর্মীকে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৬০ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ২৮ মে, ২০২২, ৯:৪৫ অপরাহ্ন

ফুলছড়ি প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে এনজিও কর্মীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছেেআজ শনিবার দুপুরে কালিরবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়কে এঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, বেসরকারি সংস্থা প্রশিকার কালির বাজার শাখার মাঠকর্মী ও ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের দক্ষিণ উড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক সংস্থাটির ঋণের টাকা উত্তোলনের দায়িত্বে নিয়োজিত আছেন। শনিবার দুপুরে আব্দুর রাজ্জাক ঋণের টাকা উত্তোলন শেষে অফিসে ফেরার পথে উপজেলা সদরের কালিরবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়কের মালেক মিয়ার দোকানের সামনে আসেন। সেখানে ফুলছড়ি থানায় দায়েরকৃত পূর্বের একটি মামলার আপস-মীমাংসার বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মধ্যস্থতাকারী শহিদুল ইসলামের সাথে কথা বলতে থাকেন। এসময় উদাখালী ইউনিয়নের কাঠুর গ্রামের জনৈক চান মিয়া, আব্দুল করিম মিয়া ও স্বপন রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুর রাজ্জাককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা আব্দুর রাজ্জাককে মারপিট করে এবং তার সাথে থাকা এনজিও’র ঋণের আদায়কৃত টাকা ছিনিয়ে নেয়। তাদের মারপিটে আহত আব্দুর রাজ্জাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আব্দুর রাজ্জাক ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, এনজিওকর্মী আব্দুর রাজ্জাককে মারপিট ও টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর