জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়ন যুব লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার আর এন সি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি,এ কে এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের উপ-ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি , এরশাদ হোসেন সোহেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল, জামালপুর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাসেদুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সহ-সভাপতি, রিপন দাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ,ছানোয়ার হোসেন বাদশা , সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন -অর- রশিদ , তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি , অধ্যক্ষ আ: রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ,মাহবুবুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন শিবলু, সাতপোয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট আব্দুর রউফ গফুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া ও আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি।