
বাগমারার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ে সভাপতি হতে না পারায় প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বিদ্যালয়ের শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক এস.এম হাসানুজ্জামান লিখিত বক্তব্যে দাবি করেন, স্থানীয় এমপির ডিও লেটারের ভিত্তিতে হামিরকুৎসা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ডাক্তার তৈয়বুর রহমানকে সভাপতি করে সম্প্রতি বিদ্যালয়ের এ্যাডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়। অপরদিকে আব্দুর রউফ নামে এক ব্যক্তিও সভাপতি হওয়ার জন্য এমপির ডিও লেটার নিয়ে আসেন।
কিন্তু তার আগেই এমপির দেওয়া ডিও লেটারের ভিত্তিতে ডাক্তার তৈয়বুর রহমানকে সভাপতি হিসাবে শিক্ষা বোর্ড থেকে এ্যাডহক কমিটির অনুমোদন হয়ে যায়। এতে সভাপতির পদ থেকে বঞ্চিত হওয়ায় আব্দুর রউফ ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে দুর্ণীতি ও আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালীন সময় বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে অফিস কক্ষে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।
এ সময় তাঁকে (প্রধান শিক্ষককে) প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়। এতে তিনি (প্রধান শিক্ষক) বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভূগছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নবগঠিত কমিটির সভাপতি ডাক্তার তৈয়বুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিএসসি শিক্ষক আয়ুব আলী ও মোজাম্মেল হক, শরীরচর্চা শিক্ষক এস. এম শওকত হোসেন, সহকারী শিক্ষক মুনিরুজ্জামান ও কামরুল হাসান প্রমুখ।