নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ড দক্ষিণ বাড়ৈপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
কাঞ্চন পৌর ৯নং ওয়ার্ডের কমিশনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি আবির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান, এস আই রহিম, এস আই খাইরুল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সংবাদ চর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুল্লাহ খান মুন্না, রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, কাঞ্চন পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুবিনা আক্তার, আওলাদ কোম্পানী, যুবলীগ নেতা দোলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দিন দিন এলাকায় কিশোরগ্যাং, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। আপনারা এলাকাবাসী কিশোর গ্যাং সহ সকল অপরাধীদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। কোনো অপরাধিদেরকেই ছাড় দেওয়া হবে না। আমরা সকল অপরাধিদেরকে নির্মূল করার চেষ্টা করব।