
গাজী মাহমুদ পারভেজ,গজারিয়াঃ গজারিয়ায় ‘হ্যাটট্রিকথ একটি প্রাইভেট ক্লিনিকে একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতক কন্যা সন্তান জন্ম দিয়েছে রাসিদা আলী হোসেন দম্পতি। সুস্থ আছে মা ও মেয়েরা।
গত (২৫শে মে) বুধবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার স্থানীয় একটি ক্লিনিকে এক গৃহবধূ একসঙ্গে তিন কন্যা সন্তানের মা হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মা ও তিনকন্যা সকলেই সুস্থ আছেন। প্রাইম হাসপাতালে রাসিদা আলী হোসেন দম্পতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হওয়াতে এবং রাসিদা বেগমের পেট একটু বেশী ফুলা দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করিয়ে তিন জন বাচ্চা দেখতে পান। পরে রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পরামর্শ দেন। রোগী এতে সম্মতি দিলে হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। অপারেশন টীমের দায়িত্বে ছিলেন ডা. ফৌজিয়া জামান ও ডা. সম্পৃক্তা জামান নূর এবং এনেসথেসিয়ায় ছিলেন ডা. আনিসুর রহমান।
সফলভাবে অপারেশনের মাধ্যমে রাশিদা আলী হোসেন দম্পতির তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। ডাক্তার জানিয়েছেন মা ও শিশু কন্যারা সুস্থ আছে। তিনটি কন্যা সন্তান জন্ম সে-ই কারণে প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষ খুশিতে মিষ্টি বিতরণ করেন। এ প্রসঙ্গে হাসপাতালের নির্বাহী পরিচালক সিকদার মুহাম্মদ আক্তারুজ্জামান এই রোগীর আজীবন বিনামূল্যে ডাক্তারসেবা প্রদানের ঘোষণা দেন।