
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরিষাবাড়ী প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃবদরুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলি আক্তার সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা, ইউপি চেয়ারম্যান,গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।