সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে- হুইপ গিনি

নিজস্ব প্রতিবেদক / ২০১ বার পঠিত
প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ৭:৪৯ অপরাহ্ন

খোঁজ খবর রিপোর্ট : জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। কৃষকরা যাতে হয়রানি না হয়, কোন দালাল ও ফরিয়ারা সরকারের এই সুবিধা না পায় সে ব্যাপার খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন, খাদ্য শস্য উৎপাদন খরচ কমাতে হবে। অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন, বন্যায় যেসব কৃষকদের ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন কর্মসূচির আওতায় সার বীজসহ সরকারি ভাবে অন্যান্য সহায়তা দেয়া হবে।
তিনি আজ বুধবার গাইবান্ধা জলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজলার খানকা শরিফ খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বাধন কালে এসব কথা বলেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম, পৌর মেয়র এ্যাড শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগাঠনিক সম্পাদক মৃদুল মাস্তাফি ঝটু, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান, কৃষক লীগের সাধারন সম্পাদক, সদর উপজলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। জেলায় সরকারি ভাবে ২৬ টাকা কেজি দরে চলতি আমন মৌসুমে ১৩ হাজার ৪০০ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করার লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর