
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাইবান্ধা-সাঘাটা সড়কে মঙ্গলবার বিকেলে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক জাকারিয়া হোসেন (২০) নিহত হয়েছেন। তিনি শহরের কাচারী বাজার এলাকার আলহাজ্ব বস্ত্রালয় নামে একটি কাপড়ের দোকানের কর্মচারি ছিলেন। তিনি গাইবান্ধা শহরের খাঁ পাড়ায় বসবাস করেন। নিহত জাকারিয়া সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বারুপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে।
এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটিও আটক করা যায়নি। অভিযান চালানো হচ্ছে।