
স্টাফ রিপোর্টার: গাইবান্ধার ঐতিহ্যবাহি ক্রীড়া ও সমাজসেবা প্রতিষ্ঠান সেন্ট্রাল ইয়ং স্পোর্টিং (সিওয়াইএসএ) ক্লাব এর জায়গা পাশ্ববর্তী প্রয়াত রমেশ সুইটসের বর্তমান স্বত্ত্বাধিকারী গোপনে লীজ গ্রহণ করেছে। এরই প্রতিবাদে ক্লাবটির জায়গা পুনরায় ক্লাবের নামে লীজ প্রদানের দাবিতে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি ও জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, সাবেক পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, স্বেচ্ছাসেবক লীগ জেলা সভাপতি মোশাররফ হোসেন দুলাল, জেলা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, জেলা জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান খান আবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক শচীন কুমার চাকী, ফজলুর রহমান চ্যাচারুসহ ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়িরা ১৯৪২ সালে এই ক্লাব প্রতিষ্ঠা করেন। জাতীয়, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলায় ক্লাবটির অবদান উল্লেখযোগ্য। সেই ক্লাবটি গোপনে লীজ নেওয়ার অপচেষ্টা যেকোন মূল্যে প্রতিহত করা হবে।