ক্রীড়া প্রতিবেদক: গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “গাইবান্ধা প্রিমিয়ার লীগ ২০২১-২২” ক্রিকেট খেলায় আজকে সুপন্থি ক্রীড়া চক্র ৪৬ রানে কিশলয় ক্রীড়া চক্র কে পরাজিত করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে সুপন্থি ক্রীড়া চক্র ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মোট ২০৩ রান করে। জবাবে কিশলয় ক্রীড়া চক্র ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মোট ১৫৭ রান করে। মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করা হয় আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ সুপন্থি ক্রীড়া চক্রের খেলোয়াড় অনিক (৮৩ রান ৫৫ বলে)। খেলা পরিচালনা করেন মাসুম ও রাজু।
আগামী ২৩ জানুয়ারি টাইগার স্পোটিং ক্লাব বনাম গোরস্থানপাড়া ক্রীড়া সংস্থার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে ।