শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ১০২ Time View

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার, বিআরডিবির উপ-পরিচালক আব্দুর সবুর, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী চিত্ত রঞ্জন রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, পিটিআইএর সুপারিন্টেন্টডেন্ট মোছা. শামছি আরা বেগম, গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহরিয়া খান বিপ্লব, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম লেবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, জেলা তথ্য অফিসার মো. মাহফুজার রহমান প্রমুখ।

সভায় সিভিল সার্জন জানান, গত ১৫ জানুয়ারী পর্যন্ত গাইবান্ধা জেলায় ১২ লাখ ৭৩ হাজার ৮৯০ জনকে করোনা প্রতিরক্ষামূলক ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এরমধ্যে ১ লাখ ৫১ হাজার স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১১ জন নতুন করে করোনায় সনাক্ত হয়েছে। জেলার মোট ৪৫% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের ১১ দফা বাস্তবায়নে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

সভায় জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান স্ব স্ব দপ্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন এবং যথাসময়ে সকল বিভাগের উন্নয়নমূলক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় জেলা প্রশাসক মো. অলিউর রহমান জেলা পর্যায়ের সকল বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে বলেন, সেবার মনোভাব নিয়ে সমন্বিত উদ্যোগে একযোগে কাজ করতে হবে। গত ১৩ বছরে যে উন্নয়নমূলক কাজ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৪১ সালকে সামনে রেখে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Zannatul Ferdoush Jewel

Online News Portal

গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন

গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

Update Time : ০৩:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার, বিআরডিবির উপ-পরিচালক আব্দুর সবুর, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী চিত্ত রঞ্জন রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, পিটিআইএর সুপারিন্টেন্টডেন্ট মোছা. শামছি আরা বেগম, গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহরিয়া খান বিপ্লব, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম লেবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, জেলা তথ্য অফিসার মো. মাহফুজার রহমান প্রমুখ।

সভায় সিভিল সার্জন জানান, গত ১৫ জানুয়ারী পর্যন্ত গাইবান্ধা জেলায় ১২ লাখ ৭৩ হাজার ৮৯০ জনকে করোনা প্রতিরক্ষামূলক ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এরমধ্যে ১ লাখ ৫১ হাজার স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১১ জন নতুন করে করোনায় সনাক্ত হয়েছে। জেলার মোট ৪৫% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের ১১ দফা বাস্তবায়নে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

সভায় জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান স্ব স্ব দপ্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন এবং যথাসময়ে সকল বিভাগের উন্নয়নমূলক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় জেলা প্রশাসক মো. অলিউর রহমান জেলা পর্যায়ের সকল বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে বলেন, সেবার মনোভাব নিয়ে সমন্বিত উদ্যোগে একযোগে কাজ করতে হবে। গত ১৩ বছরে যে উন্নয়নমূলক কাজ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৪১ সালকে সামনে রেখে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।