
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে শনিবার জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ও সুন্দরগঞ্জের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সাবেক এমপি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান খান আবু, জেলা কমিটির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন, সুন্দরগঞ্জের পৌর মেয়র আব্দুর রশিদ ডাবলু, অধ্যক্ষ কাজী মশিউর রহমান, আনোয়ারুল ইসলাম লেবু, মাহমুদুর রহমান মুকুল, মিঠুল প্রমুখ। পরে সন্ধ্যায় শহরের ২নং রেলগেট এলাকায় পার্টির জেলা কার্যালয়ের সামনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।