
ফুলছড়ি প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আজ শনিবার সকালে ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মো.আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো.আবদুল মতিন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো.আব্দুল মোত্তালিব, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলার ৬ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, ‘গাইবান্ধায় এবারে যতগুলো ইউপিতে নির্বাচন হয়েছে, সবগুলোতে সুষ্ঠু হয়েছে। আমরা কারও নিকট দায়বদ্ধ নই। আগামী ৫ জানুয়ারীর নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এনিয়ে ভাববেন না। জনগণকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন কাজ করছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করণীয় তাই করা হবে। নির্বাচনে সব প্রার্থীই সমান সুযোগ পাবেন। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন। নির্বাচনে পেশিশক্তি ব্যবহার করে কোনো ব্যক্তি বা দল বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’