শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক বিশ্বজিৎ সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর শহরের চাষকপাড়া মহল্লার ভাড়া বাসা হতে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক বিশ্বজিৎ সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি চাষবপাড়া একটি ভবনের নিচতলার একটি কক্ষে ব্যাচেলর হিসেবে দীর্ঘদিন ধরে ভাড়া ছিলেন।

জানা যায়, রাজশাহী জেলার তানোর উপজেলার লালপুর ইউনিয়নের আড়াদিঘী এলাকার বিশ্বজিৎ সরকার স্থায়ী বাসিন্দা। তিনি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক হিসেবে গোবিন্দগঞ্জ জোনে কর্মরত ছিলেন।

বাসার মালিক মোস্তাফিজ জানায়, বৃহস্পতিবার বিকাল থেকেই দরজা লাগানো দেখেছি এরপর আজ (শুক্রবার) সকালেও দরজা বন্ধ দেখে সকালে ডাকাডাকির পড় বাসার বেলকুনি হয়ে পেছন দরজা দিয়ে ঘরের ভিতর ঝুলন্ত লাশ দেখতে পাই। এরপর পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার তদন্ত ওসি মোস্তাফিজ দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত পর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো ঝামেলার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর