স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন পরিষদ চত্বরে ৪৫০ জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আজ দুপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রোহন আজাদ মন্ডল, নব নির্বাচিত সদস্য জাহিদুল ইসলাম, মোস্তাক মিয়া, আব্দুল হাই, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, রুহুল আমীন, হাবিব মিয়া, মোস্তাক আহমেদ, সৈয়দ মোস্তফা জামান মিন্টু, খালেদা বেগম, জাহানারা বেগম ও জুথি আক্তার মুন্নীসহ অন্যরা।
উল্লেখ, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য ৪৫০ পিস উন্নতমানের কম্বল বরাদ্দ করা হয়।