শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

মতলবে ৫০ বছর পরে বাড়ৈগাঁও খাল পুন:খনন কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক / ৮১ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ২:০৬ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মনবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম ৫ হাজার কৃষকের পানি নিস্কাশন সমস্যা সমধানে সাড়ে ৩ কিলোমিটার খাল পুন:খনন কাজ শুরু হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের মাঠে খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষির বিপ্লব হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের চাঁদপুর জেলায় এই প্রথম কৃষি উৎপাদন বৃদ্ধি ও খুব সহজে পানি নিস্কাশন লক্ষে খাল খনন কাজ শুরু হয়েছে। এসব কাজ করার সময় অনেকেই সরকারি খাশ জমি দখল করে কাজে বাধা প্রদান করেন। আমি আশা করি হাজার হাজার কৃষকের স্বার্থে আপনারা বিএডিসির এই কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন। এতে আপনাদের এক ফসলি জমিগুলো একাধিক ফসল করা সম্ভব হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চাঁদপুর জোনের সহকারী প্রকৌশলী আফিফ কামরুল আশরাফির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা রিজিউনের নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ।

তিনি বলেন, চাঁদপুর জেলায় আমরা ৮০ কিলোমিটার খাল পুন:খনন করব। বাড়ৈগাঁও গ্রামের মুন্সিবাড়ী থেকে নারায়নপুর বোয়ালজুড়ি খাল পর্যন্ত খনন কাজে সরকারের ব্যয় হবে ৩৫ লাখ টাকা। আড়াই হাজার হেক্টর জমিতে ৫ হাজার কৃষক এই সুবিধার আওতায় আসবে। কৃষি বিপ্লব ও আধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ উদ্দেশ্যে তা বাস্তবায়নের এটি একটি বড় অংশ। কৃষকদের সকল সুযোগ সুবিধায় বর্তমান সরকার এগিয়ে এসেছে এবং আমরা তা বাস্তবায়নের চেস্টা করছি।

উপস্থিত ছিলেন বিএডিসি মতলব ইউনিটের উপ সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভুঁইয়া, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল বারি, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন, যুবলীগ নেতা মো. কামরুজ্জামান, ইউপি সদস্য মো. জাকির হোসেন মজুমদার, স্থানীয় কৃষকসহ সুধীবৃন্দ।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর