
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে নকল প্রসাধনী সামগ্রীসহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দূর্গাপুর বাজারের একটি বাসায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় তাদের। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত নাদের আলীর ছেলে নূর মোহাম্মদ (৩০), ছাদের আলীর ছেলে মো. মোস্তাকিন (২০) ও মো. রোস্তম আলী (২৮) এবং আশরাফ আলীর ছেলে বিপ্লব হোসেন (২৪)। তাদের সকলের বাসা জেলার পুঠিয়া উপজেলার বাশপুকুরিয়া এলাকায়।
পুলিশ জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে ঢাকার চকবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আস্তানায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার করা হয় চার যুবককে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম বলেন, আসামীদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।