রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

ফুলছড়িতে শিক্ষিকার গোসলের দৃশ্য ভিডিও করায় এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৭৬ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১২:২০ অপরাহ্ন

ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইলে ধারণ(ভিডিও)করার অভিযোগে সাজু শেখ(৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ  সোমবার রাতে ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আজ দুপুরে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গজারিয়া গ্রামের ভাড়া বাসার গোসলখানায় গোসল করছিলেন। এ সময় পার্শ্ববর্তী ইউনুছ আলীর ঘর থেকে একই ইউনিয়নের গলনা গ্রামের ফজল শেখের পুত্র সাজু শেখ ও অজ্ঞাত ২/৩ জন যুবক তাদের মোবাইল ফোনে গোপনে গোসলের ভিডিও ধারণ করে।

ওই শিক্ষিকা ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয়। এতে আশেপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে ভিডিও ধারণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষিকার স্বামী বাদী হয়ে সাজু শেখসহ অজ্ঞাত ৩ জনকে আসামি করে ফুলছড়ি থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সাজুকে গ্রেপ্তার করে।

পরে এ খবর ছড়িয়ে পড়লে ভিডিও ধারণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সকাল ১১টার দিকে উল্লাবাজার-ফুলছড়ি সড়কের ফুলছড়ি বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

ফুলছড়ি থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাওছার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু শেখকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর