সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুলাদী উপজেলায় মুক্তিযোদ্ধা পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ২০৩ Time View

বরিশাল  প্রতিনিধি: মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে শনিবার সবুজ খান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। হামলায় গুরুতর আহত তিনজনকে প্রথমে বরিশাল শেবাচিমে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

এরআগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের রাঘুয়া কাজিরচর এলাকায় বীর মুক্তিযোদ্ধা আ. মন্নান ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে। থানায় চাঁদা চাওয়ার অভিযোগ করায় একই এলাকার সবুজ খানের ছেলে রাব্বী খানের নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের আহত সদস্যরা।

বীর মুক্তিযোদ্ধা আ. মন্নান ফকির জানান, শুক্রবার তার ছেলে আল মিরাজ সজিব এলাকার মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাব্বী খান ও তার সহযোগীরা পথরোধ করে টাকা দাবি করে। আল মিরাজ টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে রাব্বী খান।ওই ঘটনায় মন্নান শুক্রবার বিকালে মুলাদী থানায় রাব্বী খানের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে তদন্তে যান। এতে ক্ষিপ্ত হন রাব্বী খান ও তার সহযোগীরা।

আ. মন্নান ফকির আরও জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হামলাকারী রাব্বী খান, তার পিতা সবুজ খান, সহযোগী ইমরান খান, নজরুলসহ ৫-৭জন রামদা ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ইমরান ফকির, আল মিরাজ, জসিম ফকির, শাহাবুদ্দিন ফকির, আলমতাজ বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে আলমতাজ বেগম, ইমরান ও আল মিরাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে রাতেই তাদের ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

ঘটনার পর থেকে রাব্বী খান ও তার সহযোগীরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুলাদী থানার ওসি এস.এম মাকসুদুর রহমান জানান, হামলায় ঘটনায় মামলা হয়েছে।একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE
Popular Post

গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন

মুলাদী উপজেলায় মুক্তিযোদ্ধা পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

Update Time : ১১:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

বরিশাল  প্রতিনিধি: মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে শনিবার সবুজ খান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। হামলায় গুরুতর আহত তিনজনকে প্রথমে বরিশাল শেবাচিমে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

এরআগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের রাঘুয়া কাজিরচর এলাকায় বীর মুক্তিযোদ্ধা আ. মন্নান ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে। থানায় চাঁদা চাওয়ার অভিযোগ করায় একই এলাকার সবুজ খানের ছেলে রাব্বী খানের নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের আহত সদস্যরা।

বীর মুক্তিযোদ্ধা আ. মন্নান ফকির জানান, শুক্রবার তার ছেলে আল মিরাজ সজিব এলাকার মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাব্বী খান ও তার সহযোগীরা পথরোধ করে টাকা দাবি করে। আল মিরাজ টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে রাব্বী খান।ওই ঘটনায় মন্নান শুক্রবার বিকালে মুলাদী থানায় রাব্বী খানের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে তদন্তে যান। এতে ক্ষিপ্ত হন রাব্বী খান ও তার সহযোগীরা।

আ. মন্নান ফকির আরও জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হামলাকারী রাব্বী খান, তার পিতা সবুজ খান, সহযোগী ইমরান খান, নজরুলসহ ৫-৭জন রামদা ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ইমরান ফকির, আল মিরাজ, জসিম ফকির, শাহাবুদ্দিন ফকির, আলমতাজ বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে আলমতাজ বেগম, ইমরান ও আল মিরাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে রাতেই তাদের ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

ঘটনার পর থেকে রাব্বী খান ও তার সহযোগীরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুলাদী থানার ওসি এস.এম মাকসুদুর রহমান জানান, হামলায় ঘটনায় মামলা হয়েছে।একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।