শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতার প্রতিকৃতিতে ডেপুটি স্পীকারের শ্রদ্ধা মুক্তিযুদ্ধের লক্ষ্যকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে- ডেপুটি স্পীকার বড়পুকুরিয়া-বগুড়াবিদ্যুৎ সঞ্চালন লাইন পরিদর্শনে টাটার এমডি ভিনায়াক পাই ‘কচি বউ’ শ্রীময়ীতে মজে কাঞ্চন, কী লিখলেন প্রাক্তন বউ পিঙ্কি? ‘ভালোবাসার রঙ লাগাইয়া’ ঈদে আসছেন পারভীন লিসা বাংলাদেশে যে রোগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় দেশে দম্পতিদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আগ্রহ কমেছে ইফতারি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৪ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে স্পিকারের শোক

গাইবান্ধায় গরু বোঝাই ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১০৫ বার পঠিত
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৯:৪৩ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে গরু বোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা মা ও চার বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মারুফা বেগম (৩০) ও তার ছেলে মারুফ ওরফে মাহিন (৪)। মারুফা বেগম মাগুড়া জেলার কেশবপুর উপজেলার মিজানুর রহমান মিজানের স্ত্রী। চাকরির সুবাদে স্বপরিবারে তারা গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মিজানুর রহমান মোটরসাইকেলে করে স্ত্রী ও ছেলে মারুফকে নিয়ে পৌর শহরের মায়ামনি হোটেলের দিকে যাচ্ছিলেন। পথে রাজমতি সুপার মার্কেট মোড়ে পৌঁছে রংপুর-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটিকে বগুড়াগামী একটি গরু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের। তবে এসময় অলৌকিকভাবে বেঁচে যান মোটরসাইকেল চালক মিজানুর রহমান। এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার জানান, খবর পেয়ে নিহত মা ও ছেলের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর