
ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, কেক ও লাড়ুসহ বিভিন্ন খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগে দুইটি বেকারিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঢুলিভিটা এলাকার দুইটি বেকারিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ঢুলিভিটা এলাকার তিতাস বেকারির মালিক বেলায়েত হোসেনকে ৫০ হাজার টাকা ও একই এলাকার বন্ধু ফুড প্রোডাক্টস বেকারির মালিক এরশাদ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানার তিন শ্রমিককে আটক করা হলেও জরিমানার অর্থ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অন্তরা অন্তরা হালদার বলেন, ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা ও ৩৭ ধারায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদনের অভিযোগে দুইটি কারখানাকে যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা অনাদায়ে ৩ জনকে আটক করা হলেও অর্থ পরিশোধের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়।