রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার পঠিত
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৮:১৫ অপরাহ্ন

খোজঁ খবর রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, জাফর আলম, মোঃ রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মোঃ শাহীন চাকলাদার বৈঠকে অংশগ্রহণ করেন।

আসন্ন কপ-২৬ সম্মেলনের প্রস্তুতি, Feasibility Study of Transboundary Corridor in chattagram, Chattagram Hill Tract and Cox’s Bazar With Myanmar and India শীর্ষক প্রকল্পের পরামর্শক নিয়োগ, আমিন বাজার ডাম্পিং ষ্টেশনের ময়লা নিস্কাশন, সাভারের ট্যানারী এলাকায় বর্জ্যব্যবস্থাপনা, স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা ও বাঁধ ব্যবস্থাপনা: নীতি পরিকল্পনা, বরাদ্দ ও ব্যবস্থাপনা শীর্ষক গবেষণা প্রতিবেদন বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি Feasibility Study of Transboundary Corridor in chattagram, Chattagram Hill Tract and Cox’s Bazar With Myanmar and India শীর্ষক প্রকল্পের পরামর্শক নিয়োগ সংক্রান্ত বিষয়ের কার্যক্রম কমিটিকে অবহিত করতে সুপারিশ করা হয়।

বৈঠকে উল্লেখ করা হয় যে, মন্ত্রণালয়ের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঢাকা জেলার সাভার উপজেলার আমিন বাজার এলাকায় অবস্থিত “আমিন বাজার ডাম্পিং ইয়ার্ড” এর দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত ব্যবস্থাপনার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে উক্ত কমিটি বিভিন্ন নমুনা সংগ্রহ করে এবং পরবর্তীতে নমুনা বিশ্লেষণের ফলাফল প্রাপ্তির পর উক্ত কমিটি “আমিন বাজার ডাম্পিং স্টেশনের ময়লা নিষ্কাশনের বিষয়ে গৃহীত ব্যবস্থা” নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে বৈঠকে অবহিত করা হয়।

বৈঠকে আরো উল্লেখ করা হয় যে, পরিবেশ ক্যাডার সৃষ্টির বিষয়ে সুবিধা ও অসুবিধা সম্পৃক্ত করে একটি প্রতিবেদন মন্ত্রণালয় কর্তৃক কমিটিতে প্রেরণের সুপারিশ করা হয়।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর