রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

দিনাজপুরে শিক্ষা বোর্ডে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক / ৯৪ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৩:১৫ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধিঃ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।

এসকল কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৭টায় দিনাজপুর জেলা প্রশাসক চত্ত্বরে শেখ রাসেল-এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও সকাল সাড়ে ৯টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান(চলতি দায়িত্ব প্রাপ্ত) প্রফেসর মোঃ জহির উদ্দিন এর নেতৃত্বে কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকাল ১০ টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী সন্তানদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় শিক্ষা বোর্ড এর হলরুমে আলোচনা সভা দোয়া মাহফিল ও দিবসটি উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান(চলতি দায়িত্ব প্রাপ্ত) প্রফেসর মোঃ জহির উদ্দিন। অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়র পরিদর্শক এবং শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার, উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলতাফ হোসেন, সহকারি সচিব মোঃ ইব্রাহিম আজাদ।

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানীর মনমুগ্ধকর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম খাঁন, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, অন্যান্য কর্মচারীদের মধ্যে শিরিন, রিয়াজুল রাজু, তানজিমুল জুয়েল, মোতাহার, বকুল, আলমগীর, হারুন, মাসুম, মিনি, শাওন প্রমূখ। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর