রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার পঠিত
প্রকাশের সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ৪:২৩ অপরাহ্ন

খোঁজ খবর রিপোর্ট: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা আজ গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহানা বানু, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিছুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি ডিবি ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক, পৌর কাউন্সিলর মো. শহীদ আহমেদ, এসকেএস’র প্রতিনিধি মো. আশরাফ আলী প্রমুখ।
এদিকে এর আগে ফায়ার সার্ভিস দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেয়।
বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ধারাবাহিকতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাতে আগামীতে যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করে ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনতে হবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর